ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

নকিয়ার নয়া প্রেসিডেন্ট স্টিফেন ইলোপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১০
নকিয়ার নয়া প্রেসিডেন্ট স্টিফেন ইলোপ

ফিনল্যান্ড: বিশ্বের অন্যতম প্রধান মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারি প্রতিষ্ঠান নকিয়ার প্রেসিডেন্ট পরিবর্তন হয়েছে।

কোম্পানিটির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মাইক্রোসফটের বাণিজ্য বিভাগের সাবেক প্রধান স্টিফেন ইলোপকে।



আগামী ২১ সেপ্টেম্বর থেকে নয়া প্রেসিডেন্ট দায়িত্ব পালন শুরু করবেন বলে জানিয়েছে কোম্পানি সূত্র।

নকিয়ার বোর্ড চেয়ারম্যান জরমা এলিলা এক বিবৃতিতে বলেছেন, ‘স্টিফেন ইলোপের উদ্ভাবনী ক্ষমতা ও দক্ষতায় নকিয়ার গতিশীলতা বাড়বে। ’

এদিকে সদ্য নিয়োগ পাওয়া ইলোপ বলেছেন, বিশ্বব্যাপী নকিয়ার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখতে দৃঢ প্রতিজ্ঞ তিনি।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।