ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

স্কুল শিক্ষার্থীর উদ্ভাবিত ‘সোলার কার’ বিজ্ঞান জাদুঘরে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০২০
স্কুল শিক্ষার্থীর উদ্ভাবিত ‘সোলার কার’ বিজ্ঞান জাদুঘরে

ঢাকা: স্কুল শিক্ষার্থীর উদ্ভাবিত সৌর শক্তিতে চালিত পরিবেশ বান্ধব সোলার কারের একটি মডেল বিজ্ঞান জাদুঘরে সংযোজন করা হয়েছে।

ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী শাহেদ রেজওয়ান রিমোট কন্ট্রোল এ সোলার কারটি উদ্ভাবন করে।

 

মঙ্গলবার (৮ ডিসেম্বর) ঝিনাইদহ সরকারি উচ্চ বিদ্যালয়ের মডেল হিসেবে এটি বিজ্ঞান জাদুঘরে সংযোজন করা হয়।

বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় এবং পরিবেশ দূষণ রোধে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা বিবেচনায় এটি একটি যুগান্তরকারী প্রযুক্তি।  

এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বাংলানিউজকে বলেন, ‘বাংলাদেশের ৬৪ জেলায় বহু মেধাবী আছে, যাদের উদ্ভাবনে দেশ সমৃদ্ধ হতে পারে। বিজ্ঞান জাদুঘর নবীন বিজ্ঞানীদের মেধা উদ্ভাসিত করতে চায়। বিশ্বজুড়ে সবুজ জ্বালানির ধারণাকে আমরা বাস্তবে রূপ দিতে চাই।

প্রদর্শন শেষে প্রকল্পটি জাদুঘরের দর্শনার্থীদের জন্য ইনোভেশন কর্ণারে সংরক্ষণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০২০
এসএমএকে/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।