ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

‘আগে থেকেই ডাটা ফেরত পাচ্ছেন গ্রাহকেরা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ৪, ২০২১
‘আগে থেকেই ডাটা ফেরত পাচ্ছেন গ্রাহকেরা’ ...

ঢাকা: নীতিমালা অনুযায়ী মোবাইল ফোন গ্রাহকেরা অব্যবহৃত ডাটা বা ইন্টারনেট ফেরত পাচ্ছেন বলে দাবি করেছে মোবাইল অপারেটরদের সংগঠন এমটব এবং বেসরকারি অপারেটরগুলো।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারের নির্দেশনার পর জানতে চাইলে অপারেটরগুলো বলছে, ডাটা রিকভারি প্ল্যান অনুযায়ী গ্রাহকেরা সবসময়ই অব্যবহৃত ডাটা ফেরত পান।

গত সোমবার বিটিআরসি কার্যালয়ে বিটিআরসি’র টেলিকম মনিটরিং সিস্টেম ক্রয় সংক্রান্ত এক চুক্তি অনুষ্ঠানে মোস্তাফা জব্বার গ্রাহক সাধারণের স্বার্থ বিবেচনা করে ডাটা প্যাকেজের মেয়াদ অতি সংক্ষিপ্তভাবে নির্দিষ্ট না করার বিষয়ে ব্যবস্থা নিতে বিটিআরসি ও মোবাইল অপারেটরদের প্রতি নির্দেশনা দেন।

একই সঙ্গে মেয়াদের পরের উদ্বৃত্ত ডাটা ব্যবহারকারীকে পরে ব্যবহার করার সুযোগ দিতেও নির্দেশ দেন টেলিযোগাযোগ মন্ত্রী।

এ বিষয়ে জানতে চাইলে এমটবের একজন কর্মকর্তা বাংলানিউজকে বলেন, আগে থেকেই ডাটা অ্যাডজাস্টমেন্ট করা হতো। এখনও করা হচ্ছে।

মোবাইল অপারেটর রবি’র চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম এক বিবৃতিতে জানান, একটি প্রতিযোগিতামূলক ইন্ডাস্ট্রি হিসেবে ডাটার মেয়াদ, ব্যবহারের প্যাটার্নসহ বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে আমরা সব সময় সাশ্রয়ী মূল্যে ডাটা নিশ্চিত করার মাধ্যমে এই ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিতে আগ্রহী।

‘আমাদের মনে রাখতে হবে যে, ডাটা প্রাইসিংয়ের এই ধরনের প্রক্রিয়া বাংলাদেশের জন্য নতুন নয়, এটি বৈশ্বিকভাবে ব্যবহৃত একটি প্রক্রিয়া যা আমরা এখানে অনুসরণ করছি। স্বাভাবিকভাবেই গ্রাহকরা যত বেশি সুযোগ সুবিধা উপভোগ করবে ডাটার মূল্যও তার সঙ্গে সামঞ্জস্য রেখে সমন্বয় হবে। কিছু নির্দিষ্ট প্যাকেজ কেনার মাধ্যমে গ্রাহকদের এখনও অব্যবহৃত ডাটা ব্যবহারের সুযোগ রয়েছে। বৈশ্বিক বিবেচনায় বাংলাদেশে স্পেকট্রামের দাম বেশি। তারপরও আমাদের ডেটার মূল্য অন্যান্য দেশের তুলনায় সর্বনিম্ন। ডাটা প্রাইস বিশ্লেষণের ক্ষেত্রে বৈশ্বিক চর্চার পাশাপাশি জটিল ও কঠোর নিয়ন্ত্রক কাঠামো ও উপেক্ষা করা ঠিক হবে না। ’

বাংলালিংকের হেড অফ করপোরেট কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেনিবিলিটি আংকিত সুরেকা এক বিবৃতিতে বলেন, বাংলালিংক নেটওয়ার্কে গ্রাহকরা ইতোমধ্যেই ডাটা ক্যারি ফরওয়ার্ডের সুবিধা উপভোগ করতে পারেন। কোনো গ্রাহক যদি একটি ডেটা প্যাকের মেয়াদের মধ্যে যেকোনো মূল্যের আরেকটি একই মেয়াদের ডাটা প্যাক কেনেন, তাহলে আগের প্যাকটির অব্যবহৃত ডেটা নতুন ডাটা প্যাকের সঙ্গে যুক্ত হয়ে যাবে।

গ্রামীণফোনর পক্ষ থেকে জানানো হয়, একই মেয়াদ ও মূল্যের প্যাকেজ কিনলে তাদের গ্রাহকরা অব্যবহৃত ডাটা আগে থেকেই ফেরত পাচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২১
এমআইএইচ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।