ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ভারতে কমপিউটারে হিন্দি ভাষা ব্যবহারের আহ্বান

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০
ভারতে কমপিউটারে হিন্দি ভাষা ব্যবহারের আহ্বান

কমপিউটারে ইংরেজির মত হিন্দি ভাষাকে অন্তর্ভুক্ত করার অনুরোধ জানিয়েছে ভারত সরকার। এজন্য ভারত ছাড়াও আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোকে হিন্দিভিত্তিক সফটওয়্যারের মানোন্নয়নে অনুরোধ জানানো হয়।

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অজয় মাকেন সম্প্রতি মাইক্রোসফট করপোরেশন, ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবএম) এবং সেন্টার ফর ডেভলোপমেন্ট অব অ্যাডভান্স কমপিউটিং (সিডিএসি) এর প্রতিনিধিদের সঙ্গে এ বিষয়ে বৈঠকে করেন। বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

কমপিউটারে হিন্দি ভাষার ব্যবহার, প্রয়োজনীয় সফটওয়্যার উন্নয়ন, উদ্যোগ গ্রহণ এবং সফটওয়্যারের সীমাবদ্ধতার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়। তাছাড়া তথ্যপ্রযুক্তিতে হিন্দি ভাষার অবাধ ব্যবহার নিশ্চিতে সরকারি সহায়তার বিষয়টিও এ বৈঠকে আলোচিত হয়।     

বাংলাদেশ স্থানীয় সময় ১৭২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।