ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আরও ২৩টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
আরও ২৩টি অনলাইন নিউজ পোর্টালকে নিবন্ধনের অনুমতি

ঢাকা: অনলাইন নিউজ পোর্টাল ও দৈনিক অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে আরও ২৩টি অনলাইন নিউজ পোর্টাল এবং ৬২টি দৈনিক অনলাইন নিউজ পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দিয়েছে সরকার।

তথ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) এসব অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়ে তালিকা প্রকাশ করেছে।

পৃথক আদেশে বলা হয়েছে, সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা প্রদান সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বছর থেকে সরকার অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি পত্রিকাগুলোর অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া শুরু করে।

সেই সময় প্রথম ধাপে ৩৪টি ও পরে ৫১টি অনলাইন পোর্টাল এবং ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন ভার্সনের নিবন্ধনের অনুমতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০২১
এমআইএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।