ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

ভারতের বাজারে প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক!

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
ভারতের বাজারে প্রথম ইলেকট্রিক ক্রুজার বাইক!

বিক্রি শুরু হয়েছে ভারতের প্রথম ক্রুজার ইলেকট্রিক মোটরসাইকেল। নতুন এ বাইকের নাম কোমাকি রেঞ্জার (Komaki Ranger)।

বাইকটির দাম শুরু হয়েছে এক লাখ ৬৮ হাজার রুপি থেকে। ২৬ জানুয়ারি থেকে কোম্পানির ডিলাররা বাইকটি বিক্রি শুরু করেছে। লাল, নীল ও কালো রঙে পাওয়া যাবে Komaki Ranger।

বাইকটিতে আছে বড় চাকা ও ক্রোম এক্সটেরিয়র। অন্য ক্রজার মোটরসাইকেলের মতোই ডিজাইন।  ব্যবহার হয়েছে চওড়া হ্যান্ডেলবার, শাইনি ডিসপ্লে। এই ডিসপ্লেতে থাকছে ক্রোম ফিনিশ। এছাড়াও ফুয়েল ট্যাঙ্কের উপরেও ক্রোম ফিনিশ ব্যবহার হয়েছে।

এই মোটরসাইকেলে পিলিয়ন সিটের থেকে কিছুটা নিচে রাখা হয়েছে রাইডার সিট। ফলে ড্রাইভিং আরামদায়ক হবে। পিছনে থাকছে হার্ড প্যেনিয়ার।  

বাইকটিকে আছে একিটি ৪০০০ ওয়াট মোটর। সঙ্গে রয়েছে ৪ কিলোওয়াট ব্যাটারি প্যাক। বলা হয়েছে, একবার চার্জ দিলে ১৮০ থেকে ২২০ কিলোমিটার চলবে এ বাইক।  

ফিচার আছে ব্লুটুথ সাউন্ড সিস্টেম, সাইড স্ট্যান্ড সেন্সর, ক্রুজ কন্ট্রোল ফিচার, অ্যান্টি থেফট লক ও ডুয়াল স্টোরেজ বক্স।  

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad