ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ব্যক্তিগত নিরাপত্তায় প্রাইভেসি কোড ব্যবহার করবে জার্মানি

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০
ব্যক্তিগত নিরাপত্তায় প্রাইভেসি কোড ব্যবহার করবে জার্মানি

আভ্যন্তরীণ তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতে গুগল স্ট্রিট ভিউ সার্ভিসে প্রাইভেসি কোড ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জার্মান সরকার। গুগল স্ট্রিট ভিউ এর কারণে ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ায় নিরাপত্তা কোড যুক্ত করার উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

আগামী ৭ ডিসেম্বর নিরাপত্তা কোড যুক্ত করার কথা তথ্যসূত্রে উল্লেখ্য করা হয়। এরই মধ্যে গুগল এবং অ্যাপলের সঙ্গে জার্মান স্ট্রিট ভিউ সার্ভিসের নিরাপত্তায় বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার মূল বিষয়বস্তু ব্যক্তিগত তথ্য অনলাইনে সংরক্ষণ করার কৌশল।

উল্লেখ্য, জাপানে গুগল স্ট্রিট ভিউ সার্ভিস ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে। জার্মানিভিত্তিক সংবাদপত্র ডার স্পাইগেল এর প্রতিবেদনে এ তথ্যটি প্রকাশ পেয়েছে। একের পর এক গোপনীয়তা ভঙ্গের অভিযোগ আসার পরেও জার্মানিতে গুগলের স্ট্রিট ভিউ সার্ভিস এখনো অব্যাহত আছে।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মাইজিআর জানান, তাদের প্রস্তাবিত এ সিদ্ধান্তটি আগামী ৭ ডিসেম্বর চূড়ান্তভাবে অনুমোদন করা হবে। ফলে ব্যবহারকারীরা আইন অনুযায়ী সংগৃহীত তথ্য পেতে সক্ষম হবেন। তাছাড়া এ সেবাভুক্ত ব্যবহারকারীরা সহজেই তথ্য সংগ্রহ করতে পারবেন।

বাংলাদেশ স্থানীয় সময় ২০২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।