ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

দেশ গড়তে ফ্রিল্যান্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: তথ্য ও প্রযুক্তি সচিব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
দেশ গড়তে ফ্রিল্যান্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: তথ্য ও প্রযুক্তি সচিব

যশোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম বলেছেন, ২০২১ সালে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।

তিনি নতুন স্বপ্ন দেখিয়েছেন ২০৪১ সালে বাংলাদেশ হবে আধুনিক, উন্নত ও স্মার্ট রাষ্ট্র। স্মার্ট বাংলাদেশ গড়তে ফ্রিল্যান্সাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফ্রিল্যান্সাররা তাদের কাজের মাধ্যমে বিশ্বে দেশকে ব্র্যান্ডিং করবে। ফ্রিল্যান্সারদের দক্ষতা বৃদ্ধিতে সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেছে।

রোববার যশোরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক অডিটোরিয়ামে ফ্রিল্যান্সিং আইডিয়া শেয়ারিং সেমিনার ও সফল ফ্রিল্যান্সারদের মাঝে ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আইসিটি মন্ত্রণালয়ের  লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট  প্রকল্পের আওতায় এ সেমিনার অনুষ্ঠিত হয়।  

সেমিনারে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. নাসিম আদনান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা ও উন্নয়ন) ড. খন্দকার আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের  লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট  প্রকল্পের প্রকল্প পরিচালক হুমায়ুন কবীর, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব (পরিকল্পনা অধিশাখা) আসপিয়া আকতার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব (উন্নয়ন, পরিবীক্ষণ ও বাস্তবায়ন) মনির হোসেন, যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনোয়ার হোসেন। বক্তব্য রাখেন সফল ফ্রিল্যান্সার আব্দুল্লাহ আল নোমান ও ঝর্ণা খাতুন।

সেমিনার শেষে সফল ফ্রিল্যান্সারদের মাঝে  ল্যাপটপ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০২২
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।