ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

তথ্যপ্রযুক্তি

পাইরেসির অভিযোগে ঢাকায় ৩২টি কমপিউটার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০
পাইরেসির অভিযোগে ঢাকায় ৩২টি কমপিউটার জব্দ

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারের ইলেকট্রনিক্স মার্কেটে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাইরেটেড অডিও-ভিডিও সংরক্ষিত ৩২টি কম্পিউটার জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার র‌্যাব ও অ্যান্টি পাইরেসি টিমের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

র‌্যাব-২ উপ-পরিচালক মেজর ইরশাদ বাংলানিউজকে জানান, দুপুর বারোটায় র‌্যাব-২ এবং অ্যান্টি পাইরেসি টিম কারওয়ান বাজারের ইলেকট্রনিক্স মার্কেটে অভিযান চালায়। এ সময় মিউজিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের চিফ কো-অর্ডিনেটর মেজর (অব.) লুৎফুর রহমান উপস্থিত ছিলেন।

মেজর ইরশাদ জানান, ইলেকট্রনিক্স মার্কেটের প্রায় ৩২টি দোকানে অভিযান চালিয়ে পাইরেটেড অডিও-ভিডিও, চলচ্চিত্র এবং অশ্লীল ছবি রক্ষিত অবস্থায় কম্পিউটারের ৩২টি সিপিইউ (সেন্ট্রাল প্রসেসিং ইউনিট) জব্দ করা হয়।

অভিযুক্ত দোকানগুলোর বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৬০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।