ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

শুরু হলো উড়ন্ত বাইকের যাত্রা

তথ্যপ্রযুক্তি ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২
শুরু হলো উড়ন্ত বাইকের যাত্রা

উড়ন্ত গাড়ির যাত্রা শুরু হয়েছিল আগেই। এবার শুরু হলো উড়ন্ত বাইকের যাত্রা।

যুক্তরাষ্ট্রের ডেট্রয়েটে গত ১৫ সেপ্টেম্বর উত্তর আমেরিকান অটো শোতে এক্সটুরিসমো নামের বাইকটি উড়িয়ে দেখানো হয়। এটি দেখে বিস্ময় প্রকাশ করেছেন নেটিজেনরাও।  

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়, বাইকটি ৪০ মিনিট উড়তে পারবে। এর গতি থাকবে ঘণ্টায় ৬২ মাইল।

বাইকটির কিনতে খরচ পড়বে ৭ লাখ ৭৭ হাজার মার্কিন ডলার। এটি তৈরি করেছে এরউইনস।  এরইমধ্যে জাপানে বাইকটি বিক্রি শুরু হয়েছে।  আগামী বছর যুক্তরাষ্ট্রেও এর বিক্রি শুরু হবে।  

অটো শোটির আয়োজক দলের কর্মকর্তা থাড সজোট বলেন, এটা অসাধারণ! অবশ্যই, আপনি একটু শঙ্কিত থাকতে পারেন কিন্তু আমি ঠিকই উজ্জীবিত এটা দেখে।   

সূত্র: ইন্ডিয়ানএক্সপ্রেস

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০২২.
ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।