ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

১০ কোটি ডলার অনুদান দিল ফেসুবক উদ্ভাবক

মনোয়ারুল ইসলাম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০
১০ কোটি ডলার অনুদান দিল ফেসুবক উদ্ভাবক

সামাজিক সাইট ফেসবুক উদ্ভাবক মার্ক জুকারবার্গ যুক্তরাষ্ট্রের নিউ জার্সির নিউয়ার্ক শহরের বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে ১০ কোটি ডলার অনুদানের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি নিউ জার্সির নিউয়ার্ক শহরে অনুষ্ঠিত ‘দ্য অপরাহ উইনফ্রে শো’ অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিউয়ার্কের মেয়র কোরি বুকার এবং নিউ জার্সির গভর্নর ক্রিস ক্রিসটিই।

সামাজিক মিডিয়া ব্লগ ম্যাশাবেলের প্রধান নির্বাহী পিটি ক্যাশমোর ফেসবুক উদ্ভাবকের এ অনুদান সমর্থন করে বলেন, নিউয়ার্কের মত দরিদ্র দেশের শিক্ষা ব্যবস্থায় জুকারবার্গে এ অনুদান উদাহরণযোগ্য। তাছাড়া প্রযুক্তি বিশ্বের নতুন ধর্ণাঢ্য উদ্ভাবকদের জন্য এ অনুদান সামাজিক দায়িত্বের অনুপ্রেরণা হিসেবে দৃষ্টান্ত সৃষ্টি করল।

উল্লেখ্য, সদ্য ঘোষিত যুক্তরাষ্ট্রের ৪০০ ধনীদের তালিকায় ৩৫তম স্থানে আছেন মার্ক জুকারবার্গ। এ মুহূর্তে তার মোট সম্পদের পরিমাণ ৬৯০ কোটি ডলার। তাছাড়া অল্প কিছুদিনের মধ্যেই মুক্তি পাচ্ছে ফেসবুক নিয়ে নির্মিত হলিউডের চলচ্চিত্র ‘দ্য সোশ্যাল নেটওয়্যার্ক’। যা মার্ক জুকারবার্গের জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করবে বলে চলচ্চিত্র বিশ্লেষকরা ধারনা করছেন।

বাংলাদেশ স্থানীয় সময় ১৮১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।