ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাঙামাটিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ১৬ নভেম্বর 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১, ২০২২
রাঙামাটিতে ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু ১৬ নভেম্বর 

রাঙামাটি: রাঙামাটিতে আগামী ১৬-১৭ নভেম্বর দু’দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে।  

মঙ্গলবার (০১ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনের মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে মেলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরীন সুলতানাসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, চলতি বছরের ১৬ নভেম্বর সকাল ১০টায় মেলার উদ্বোধন করা হবে। মেলা শেষ হবে ১৭ নভেম্বর দুপুর আড়াইটায়।

পাশাপাশি সমাপনীর দিন স্কুলশিক্ষার্থীদের নিয়ে অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। মেলায় স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

মেলায় অংশ নিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে দ্রুত স্টল বরাদ্দের জন্য আবেদন করতে বলা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ নেওয়া সেরা স্টলগুলো জেলার মেলায় অংশ নিতে পারবে। মেলায় অংশ নেওয়ার আবেদন পত্রটি জেলা প্রশাসনের ওয়েবসাইটে দেওয়া থাকবে। আবেদন পত্রটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।

এছাড়াও মেলা সংক্রান্ত বিভিন্ন তথ্য জেলা প্রশাসনের ফেসবুক পেজে পাওয়া যাবে।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।