ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ব্রাজিলে বন্যা, হাজার হাজার মানুষ বিপদে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২২
ব্রাজিলে বন্যা, হাজার হাজার মানুষ বিপদে ছবি: রয়টার্স

ব্রাজিলে হঠাৎ বন্যা দেখা দিয়েছে। প্রবল বৃষ্টিপাতের কারণে বন্যা হয়েছে দেশটিতে।

বন্যার কারণে পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ।

শুক্রবার (২ ডিসেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স

সংবাদমাধ্যমটির খবরে জানা গেছে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ব্রাজিলের দক্ষিণাঞ্চলীয় রাজ্য সান্তা ক্যাটারিনায় প্রবল বৃষ্টির কারণে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এতে বিপদে পড়েছেন বহু মানুষ। স্থানীয় কর্তৃপক্ষের শেয়ার করা ভিডিওতে দেখা গেছে, কর্দমাক্ত পানির নিচে তলিয়ে গেছে অনেক ঘরবাড়ি। কিছু কিছু বাড়ির ছাদপর্যন্ত পানি পৌঁছে গেছে।

বন্যার বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যাকবলিত এলাকাগুলো থেকে এ পর্যন্ত ৮৮০ জনেরও বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। হেলিকপ্টারে উদ্ধার কাজ চালানো হচ্ছে।

সান্তা ক্যাটারিনার কর্মকর্তারা স্থানীয়দের সড়কপথ এড়িয়ে চলতে পরামর্শ দিয়েছেন। এরইমধ্যে বেশ কয়েকটি শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

এদিকে সিএনএন জানিয়েছে, বুধবার ব্রাজিলের দক্ষিণে পারানা রাজ্যে ভূমিধসে দু’জন নিহত হয়েছেন। এদিন ভারী বৃষ্টিপাতের পরে ব্রাজিলের বিআর-৩৭৬ মহাসড়কের ওপর ভূমিধসের ঘটনা ঘটে। এতে ছয়টি ট্রেলার এবং ১৫টি গাড়ি চাপা পড়ে। ভূমিধসের পর ৩০ থেকে ৫০ জন নিখোঁজ রয়েছেন বলে ধারণা করছে দমকল বিভাগ।

প্রসঙ্গত, কয়েক দশকে বেশ কয়েকবার ব্যাপক ধ্বংসযজ্ঞের মুখে পড়েছে ব্রাজিল। গত ফেব্রুয়ারিতে রিও ডি জেনেরিওর কাছে ঐতিহাসিক ব্রাজিলিয়ান পাহাড়ি শহর পেট্রোপলিসে ভূমিধসে অন্তত ৯৪ জন নিহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।