ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ডিসেম্বরেই পুতিন-শি বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২
ডিসেম্বরেই পুতিন-শি বৈঠক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং চলতি ডিসেম্বরের শেষ দিকে বৈঠক করতে যাচ্ছেন। রাশিয়ার সংবাদমাধ্যম ভেদোমস্তি মঙ্গলবার এই খবর প্রকাশ করেছে।


 
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ভেদোমস্তিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বৈঠকের আলোচ্যসূচি ও তারিখ ইতোমধ্যে ঠিক হয়ে আছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা পরে আসবে।

রাশিয়ার প্রেসিডেন্ট প্রশাসনের ঘনিষ্ঠ বেনামী এক সূত্রকে উদ্ধৃত করে পত্রিকাটি বলছে, বৈঠকটি মুখোমুখি অনুষ্ঠিত হতে পারে।

সূত্রটি ভেদোমস্তিকে বলেছে, সার্বিক বিষয়ে কাজ চলছে।  
 
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সশস্ত্র বাহিনী পাঠানোর পর থেকে রাশিয়া ও চীন আরও ঘনিষ্ঠ হয়।  

 সূত্র: রয়টার্স 

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০২২ 
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।