ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাজ্য থেকে ৬ কূটনীতিককে ফিরিয়ে নিল চীন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
যুক্তরাজ্য থেকে ৬ কূটনীতিককে ফিরিয়ে নিল চীন

যুক্তরাজ্যে নিযুক্ত জ্যেষ্ঠ এক কূটনীতিকসহ মোট ছয়জনকে ব্রিটেন থেকে ফিরিয়ে নিয়েছে চীন। ম্যানচেস্টার কনস্যুলেটে চীনা  গণতন্ত্রপন্থীদের আন্দোলনে সহিংসতার ঘটনার দুই মাস পর তাদের ফিরিয়ে নেওয়া হলো।

 

অক্টোবরের ওই ঘটনায় যুক্তরাজ্য তাদের গোয়েন্দা জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানিয়েছিল। তাদের কেউ বিচারের মুখোমুখি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব জেমস ক্লেভারলি  

ছয়জনের মধ্যে থাকা কনসাল জেনারেল ঝেং জিয়াউয়ান এক প্রতিবাদকারীকে প্রহারের বিষয়টি প্রত্যাহার করেছেন।

গত ১৬ অক্টোবর হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকারী বব চ্যানকে টেনে-হিঁচড়ে কনস্যুলেট গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। এতে তিনি আহত হন।  

ম্যানচেস্টার আউটপোস্টের দায়িত্বে থাকা ঝেং চ্যানকে মারধরের বিষয়টি অস্বীকার করে। তবে ছবিতে তিনি শনাক্ত হয়েছেন। কনজারভেটিভ পার্টির জ্যেষ্ঠ এক এমপিও এই অভিযোগ তুলেছেন।  

পরে তিনি সাংবাদিকদের বলেন, তিনি তার সহকর্মীদের রক্ষা করছিলেন। চ্যান আমার দেশ ও নেতার অবমাননা করছিলেন। আমি মনে করি এটি আমার কাজ ছিল।  

বুধবার লন্ডনে চীনা দূতাবাসের মুখপাত্র বলেন, যুক্তরাজ্য তাদের কর্মীদের রক্ষায় ব্যর্থ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।