ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আকাশে রহস্যময় আলো সম্পর্কে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
আকাশে রহস্যময় আলো সম্পর্কে যা জানা গেল আকাশে রহস্যময় আলো সম্পর্কে যা জানা গেল

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আকাশে উড়তে থাকা একটি বস্তু দেখা গেছে। এটিকে অনেকেই ভিনগ্রহের প্রাণি বা ইউএফও হিসেবে ধরে নিয়েছেন।

এটি আসলে ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংগঠনের তৈরি সলিড ফুয়েলের (কঠিন জ্বালানি) ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৫। এ তথ্য জানা গেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম থেকে।

জানা যায়, ভারত তাদের  অগ্নি-৫ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে।  বাংলাদেশসহ পশ্চিমবঙ্গের বিভিন্নস্থানে এ আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির বুস্টার রি এন্ট্রি দেখা গেছে। কারণ এটি উৎক্ষেপণ করা হয়েছে ভারতের উড়িষ্যার আবুল কালাম দ্বীপ থেকে।

এ পারমাণবিক বোমা বহনে সক্ষম মিসাইলটির রেঞ্জ ৫,৪০০ কি.মি.।

বাংলাদেশ সময়: ০১০১ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।