ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রান্সে আবাসিক ভবনে আগুন, ৫ শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
ফ্রান্সে আবাসিক ভবনে আগুন, ৫ শিশুসহ নিহত ১০

ফ্রান্সের লিওঁ শহরে একটি আবাসিক ভবনে আগুন লেগে পাঁচ শিশুসহ ১০ জনের প্রাণহানি ঘটেছে। এতে আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৬ ডিসেম্বর) ভোরে লিওঁর কাছে ভলক্স-এন ভেলিনে অবস্থিত একটি সাত তলা অ্যাপার্টমেন্টে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

দেশটির অভ্যন্তরীণ মন্ত্রী জেরাল্ড ডারমানিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল জাজিরা ও বিবিসি।

মন্ত্রী জানান, নিহত শিশুদের বয়স তিন থেকে ১৫ বছরের মধ্যে। এছাড়া আহতদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।  

সেইসঙ্গে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এদিকে, ভবনটিতে আগুন নেভাতে কাজ করেন ফায়ার সার্ভিসের ১৭০ জন কর্মী। যাদের মধ্যে দুজন হালকা আহত হয়েছেন।  

তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।

জেরাল্ড ডারমানিন বলেন, এখনও আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ঘটনা তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০২২
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।