ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

কলকাতায় অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মমতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
কলকাতায় অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন মমতা

পূর্ব ভারতের নিরাপত্তা নিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভাপতিত্বে কলকাতায় আঞ্চলিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) সকালে শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব ও ওডিশার পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ আমাত।

সেই বৈঠক হয় পশ্চিমবঙ্গ রাজ্য সচিবালয় নবান্নের সভাঘরে। বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর অনুরোধেই শাহ যান নবান্নের ১৪ তলায়। সেখানে একান্তে বৈঠক হয় দু’জনের মধ্যে।

এই বৈঠকের আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) অমিত শাহ কলকাতায় বিজেপি নেতাদের সঙ্গে একটি বৈঠক করেন। সেখানে পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয়। রাজ্যের আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়েও দলের নেতাদের সঙ্গে কথাবার্তা বলেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২২
এমএমজেড

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।