ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আর্জেন্টিনার ফুটবল দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
আর্জেন্টিনার ফুটবল দলকে রাষ্ট্রপতির অভিনন্দন

কাতার বিশ্বকাপ জয়ের জন্য জাতীয় ফুটবল দলকে ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

সবাইকে ধন্যবাদ জানিয়ে টুইটারে করা এক পোস্টে তিনি বলেছেন, ‘খেলোয়াড় ও প্রযুক্তিগত দলকে ধন্যবাদ।

তারা এমন উদাহরণ সৃষ্টি করেছে যে, আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়। আমাদের মহান মানুষ এবং একটি দুর্দান্ত ভবিষ্যৎ আছে। ’

পোস্টে আলবার্তো ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন। ছবিতে তাকে স্ত্রী ফ্যাবিওলা ইয়ানেজ ও ছেলে ফ্রান্সিসকোর সঙ্গে উদযাপন করতে দেখা গেছে।

দ্বিতীয় একটি বার্তায় ফার্নান্দেজ লিখেছেন- ‘আমরা একসঙ্গে, সবসময় ঐক্যবদ্ধ। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। আর কোনো কথা নেই। ’

এ পোস্টের সঙ্গে প্রেসিডেন্ট ফার্নান্দেজ একটি ছবিও পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে- সতীর্থদের ঘিরে থাকা অবস্থায় কাতারে বিশ্বকাপ তুলছেন তারকা খেলোয়াড় লিওনেল মেসি।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।