ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নর্ড স্ট্রিম বিস্ফোরণের সঠিক তদন্তে ব্যর্থ হয়েছে ইইউ: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
নর্ড স্ট্রিম বিস্ফোরণের সঠিক তদন্তে ব্যর্থ হয়েছে ইইউ: ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দাবি করেছেন, সেপ্টেম্বরে নর্ড স্ট্রিম গ্যাস পাইপলাইনে সিরিজ বিস্ফোরণের বিষয়ে কোনো ইউরোপীয় দেশ সঠিকভাবে তদন্ত করছে বলে মনে হচ্ছে না। খবর সিএনএন

বুধবার (২১ ডিসেম্বর) অর্গানাইজেশন অব ব্ল্যাক সি ইকোনমিক কো-অপারেশনের (বিএসইসি) ভার্চ্যুয়াল বৈঠকে তিনি এমন মন্তব্য করেন

ল্যাভরভ বলেন, ‘ মনে হয় নর্ড স্ট্রিমে বিস্ফোরণের পরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কেউই এ বিষয়ে বস্তুনিষ্ঠভাবে তদন্ত করছে না।

যে ঘটনায় রাশিয়া উত্তর রুট দিয়ে গ্যাস পরিবহন বন্ধ করে দিতে বাধ্য হয়েছে।

যদিও ওই ঘটনার পর সুইডিশ এবং ডেনিশ কর্তৃপক্ষ বাল্টিক সাগরের মাধ্যমে রাশিয়া এবং জার্মানির সঙ্গে সংযোগকারী নর্ড স্ট্রিম ১ এবং ২ পাইপলাইনের ক্ষতির তদন্ত করছে।

গত মাসে (নভেম্বর) সুইডিশ প্রসিকিউটররা দাবি করেছিলেন, পাইপলাইনে বিস্ফোরণগুলি নাশকতা ছিল। কারণ সাইটগুলিতে বিস্ফোরকের প্রমাণ পাওয়া গেছে। যদিও সে সময় সম্ভাব্য অপরাধীদের নাম উল্লেখ করা হয়নি।

রাশিয়া থেকে ইইউতে গ্যাস সরবরাহের জন্য এই পাইপলাইন তৈরি করা হয়েছে। পাইপলাইনগুলি ইউরোপীয় রাজধানী এবং মস্কোর মধ্যে একটি ক্রমবর্ধমান শক্তি যুদ্ধের ফ্ল্যাশপয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। যা প্রধান পশ্চিমা অর্থনীতিগুলিকে ধাক্কা দিয়েছে। সেখানে এরই মধ্যে গ্যাসের দাম বেড়েছে।

বাংলাদেশ সশয়: ১৭০৭ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।