ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মুক্তি পাচ্ছেন ফরাসি সিরিয়াল কিলার চার্লস শোভরাজ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
মুক্তি পাচ্ছেন ফরাসি সিরিয়াল কিলার চার্লস শোভরাজ

কুখ্যাত ফরাসি সিরিয়াল কিলার চার্লস শোভরাজের মুক্তির নির্দেশ দিয়েছেন নেপালের সুপ্রিম কোর্ট। ২০০৩ সাল থেকে দেশটির কেন্দ্রীয় কারাগার সুন্ধরায় সাজা ভোগ করছেন এই ভারতীয় ও ভিয়েতনামী বংশোদ্ভূত ফরাসি নাগরিক।

বুধবার (২১ ডিসেম্বর) বিচারপতি সপনা প্রধান মাল্লা ও তিল প্রসাদ শ্রেষ্ঠার একটি যৌথ বেঞ্চ এ রায় দেন। রায়ে শোভরাজকে মুক্তি দেওয়ার আদেশ দেওয়া হয়।

একইসঙ্গে অন্য কোনো মামলা জটিলতা না থাকলে তাকে ১৫ দিনের মধ্যে তার দেশে ফেরার ব্যবস্থা করতেও আদেশ দেওয়া হয়।

আদালত বলেছেন, তিনি ১৯ বছরের কারাদণ্ড ভোগ করেছেন। তার বয়স এখন ৭৮ বছর, তাই আইনের দেওয়া সুবিধাগুলো তার পাওয়া উচিত।

শোভরাজ সত্তরের দশকে এশিয়ার মধ্যে একের পর এক হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। তার বিরুদ্ধে ২০টিরও বেশি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। একজন ফরাসি পর্যটককে বিষ প্রয়োগ ও একজন ইসরায়েলি নাগরিককে হত্যা করায় ভারতে ২১ বছর কারাগারে ছিলেন তিনি।

২০০৪ সালে কাঠমণ্ডুতে শোভরাজকে প্রথমবার একটি ক্যাসিনোতে দেখা যায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়।

১৯৭৫ সালে নেপালে মার্কিন পর্যটক কনি জো ব্রনজিচকে হত্যার দায়ে সুপ্রিম কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এরপর কানাডিয়ান নাগরিক লরেন্ট কেরিয়ারকে হত্যার দায়ে তিনি ২০১৪ সালে দোষী সাব্যস্ত হন। তাকে দ্বিতীয়বার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ০৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।