ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনের হামলায় রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
ইউক্রেনের হামলায় রাশিয়ার সাবেক উপ-প্রধানমন্ত্রী আহত

রাশিয়ার দখল করা দনেতস্কে ইউক্রেনীয় সেনার গোলাবর্ষণে রুশ প্রশাসনের দুই কর্মকর্তা গুরুতর আহত হয়েছেন।

রুশ সংবাদমাধ্যম তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বর্তমানে তারা আশংকামুক্ত আছেন।

আহত কর্মকর্তাদের মধ্যে একজন রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অন্যতম উপদেষ্টা বলে পরিচিত।

অন্যজন মস্কো স্বীকৃত ‘সার্বভৌম’ দোতেনস্ক পিপলস রিপাবলিকের মুখ্য প্রশাসক ভিতালি খোটসেঙ্কো বলে জানা গেছে।

তাসের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার দনেতস্কের একটি হোটেলে বৈঠক করছিলেন রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী দিমিত্রি রোগোজিন। এক সময় হঠাৎ ইউক্রেনীয় সেনাদের গোলা সেখানে আঘাত করে। এতে গুরুতর জখম হন রোগোজিন ও ভিতালি খোটসেঙ্কো।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফ্রান্সের নেক্সটার কোম্পানির নির্মিত একটি সিজার ১৫৫ মি.মি স্ব-চালিত আর্টিলারি সিস্টেম থেকে এ হামলা চালানো হয়েছিল।

এর আগে, বুধবার সন্ধ্যায় দনেতস্কের লেনিনস্কি জেলায় ইউক্রেনের সেনারা গুলি চালায়। এতে দুজন নিহত হন। আহত হয় আরও কয়েকজন।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।