ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাত্তিনি মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২২
ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাত্তিনি মারা গেছেন

ইতালির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্কো ফ্রাত্তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫।

সংবাদমাধ্যম সিএনবিসি জানিয়েছে, বেশ কিছুদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন ফ্রাত্তিনি। স্থানীয় সময় শনিবার (২৪ ডিসেম্বর) রোমের একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

২০০২-২০০৪ ও ২০০৮-২০১১ পর্যন্ত সিলভিও বারলুসকোনির নেতৃত্বাধীন সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন ফ্রাঙ্কো ফ্রাত্তিনি। ১৯৯০-এর দিকে বারলুসকোনি ও ল্যাম্বার্তো ডিনির নেতৃত্বাধীন সরকারগুলোতে আরও দুটি মন্ত্রিসভা পদে অধিষ্ঠিত ছিলেন তিনি।

এছাড়া, ২০০৪ থেকে ২০০৮ সাল পর্যন্ত ফ্রাত্তিনি ইউরোপীয় কমিশনার ছিলেন। মৃত্যুর সময় তিনি ইতালির কাউন্সিল অব স্টেটের সভাপতি ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০১, ডিসেম্বর ২৫, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।