ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

হিমাচলে পর্যটকদের মাস্ক পরা বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
হিমাচলে পর্যটকদের মাস্ক পরা বাধ্যতামূলক

ভারতের হিমাচল রাজ্যে মাস্ক পরা বাধ্যতামূলক করেছে স্থানীয় সরকার। এখন থেকে বাসিন্দাসহ বাইরে থেকে আসা পর্যটকদেরও মাস্ক ব্যবহার করতে হবে।

এ বিষয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে।

চীনে কোভিড সংক্রমণ বাড়ায় বেশ সতর্ক অবস্থান নিয়েছে ভারত। ইতোমধ্যে প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রণালয় দেশের কোভিড পরিস্থিতি পর্যালোচনা করে বৈঠকে বসেছেন। রাজ্যগুলোতে বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শও দিয়েছে কেন্দ্র।

এদিকে বছর শেষে ছুটির আমেজ চলছে। বেড়াতে যাওয়ার গন্তব্য হিসেবে বেশিরভাগ মানুষই পাহাড় বেছে নিচ্ছে। আর পাহাড়ের অন্যতম ঠিকানা হিমাচল প্রদেশ। নানা প্রান্ত থেকে পর্যটকরা সেখানে বেড়াতে যান। তাই বাইরে থেকে আসা পর্যটকদের মাধ্যমে কোনোভাবেই যেন ভাইরাসের সংক্রমণ না ছড়ায়, সে বিষয়ে সতর্ক হিমাচল প্রদেশ সরকার।

রাজ্যের পুলিশ ড্রোনের মাধ্যমে পর্যটকদের চলাচলে নজরদারি করছে।

হিমাচলে প্রতিদিন গড়ে ২ থেকে ৩ জন করে করোনা রোগী শনাক্ত হচ্ছে। তারপরও বাড়তি সতর্কতা অবলম্বন করছে সরকার।

বাংলাদেশ সময়: ০৯৩৩, ডিসেম্বর ২৬, ২০২২
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।