ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘শান্তি ফর্মুলা’ নিয়ে মোদির সঙ্গে জেলেনস্কির ফোনালাপ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
‘শান্তি ফর্মুলা’  নিয়ে মোদির সঙ্গে জেলেনস্কির ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনালাপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফোনালাপে জেলেনস্কি শান্তি ফর্মুলা বাস্তবায়নে ভারতের সহযোগিতা চেয়েছেন।

খবর আল জাজিরার।

টুইটারে জেলেনস্কি লিখেছেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার ফোনালাপ হয়েছে। সফল জি ২০ প্রেসিডেন্সির জন্য তাকে শুভকামনা জানিয়েছি।

তিনি আরও লেখেন, এই প্ল্যাটফর্মে আমি পিস ফর্মুলা ঘোষণা দিয়েছিলাম। এখন তা বাস্তবায়নে ভারতের অংশগ্রহণ প্রয়োজন। জাতিসংঘে মানবিক সাহায্য এবং সমর্থনের জন্যও ধন্যবাদ জানিয়েছি।

এদিকে, ইউক্রেন জাতিসংঘ থেকে রাশিয়াকে সরানোর দাবি তুলেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ার বিরুদ্ধে জাতিসংঘ সনদ অবমাননার অভিযোগ তুলেছে।  

বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।