ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

চীনে ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন থাকছে না

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০২২
চীনে ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিন থাকছে না

চীনে বিদেশফেরত বা ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টিনের নিয়ম আর থাকছে না। দেশটির কর্তৃপক্ষ বলছে, আগামী ৮ জানুয়ারি থেকে এটি কার্যকর হচ্ছে।

বিবিসি এই খবর জানিয়েছে।  

২০২০ সালের পর থেকে এ পর্যন্ত দেশটিতে বাইরের কেউ প্রবেশ করলে তাকে বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টিনের মধ্যে দিয়ে যেতে হয়। কোয়ারেন্টিনের সময়সীমা সম্প্রতি সর্বোচ্চ তিন সপ্তাহ থেকে কমিয়ে পাঁচ দিনে আনা হয়েছে।   

সোমবার চীনের ন্যাশনাল হেলথ কমিশন ঘোষণা দিয়েছে, ৮ জানুয়ারি থেকে করোনা দেশটিতে বি গ্রেডের সংক্রমণযোগ্য রোগ হিসেবে বিবেচিত হবে।  

চীনে করোনা দেখা দেওয়ার পর থেকে শূন্য কোভিডবিধি অনুসরণ করে আসছিল। তবে সাম্প্রতিক বিক্ষোভে দেশটি এই বিধি কিছুটা শিথিল করে।  

কোভিডবিধি শিথিল করার পর থেকে চীনে করোনা শনাক্তের সংখ্যা বেড়ে গেছে। হাসপাতালগুলোতেও রোগীর সংখ্যা বেড়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।