ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে: ইউক্রেন 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
রাশিয়া ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে: ইউক্রেন 

রাশিয়া ইউক্রেনে ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। বৃহস্পতিবার সকালে ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়।

প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার মিখাইলো পোডোলিয়াক এই কথা জানান। খবর বিবিসির।

রাজধানী কিয়েভে বিস্ফোরণের মেয়র ভিটালি ক্লিতস্কো জানান, ১৪ বছরের এক কিশোরীসহ অন্তত তিনজন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খারকিভ, ওদেসা, লিভিভ ও জাইতোমির শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।  
 
দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ওদেসা স্থানীয় নেতা মাকসিম মারচেঙ্কো ইউক্রেনে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কথা জানিয়েছেন।  

ইউক্রেনের বিমান বাহিনী বলেছে, রাশিয়া বিভিন্ন দিক দিয়ে আকাশ ও সাগর থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়ছিল। কামিকাজে ড্রোনও ব্যবহার করা হয়েছে।  

বৃহস্পতিবার সকালে ইউক্রেনজুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। প্রেসিডেন্সিয়াল অ্যাডভাইজার ওলেক্সি আরেস্তোভিচ বেসামরিক লোকজনকে আশ্রয় খুঁজতে বলেন এবং বলেন যে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা খোলা রয়েছে।

ক্ষেপণাস্ত্রে কিয়েভে দুটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে শহরের সামরিক প্রশাসন। ক্লিতস্কো বলেছেন, ১৬টি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কর্তৃক ধ্বংস হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২২
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।