ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

প্রবল উষ্ণায়ন ও খরার মুখে পড়বে বিশ্ব: অক্সফোর্ড

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
প্রবল উষ্ণায়ন ও খরার মুখে পড়বে বিশ্ব: অক্সফোর্ড

প্রবল গরম ও খরার মুখোমুখি হতে চলেছে বিশ্বের ৯০ শতাংশ মানুষ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ‘স্কুল অব জিওগ্রাফি’র একটি গবেষণাপত্রে এমন তথ্য উঠে এসেছে।

গবেষণাপত্রটি ‘নেচার সাসটেনেবিলিটি’ পত্রিকায় প্রকাশিত হয়েছে।

এতে বলা হয়েছে, ‘প্রবল উষ্ণায়ন ও স্থলভাগে পানির সংকট- এ দুই কারণে পৃথিবীজুড়ে প্রাকৃতিক দুর্যোগ দশগুণ বাড়বে। কার্বন নিঃসরণও সর্বোচ্চ পর্যায়ে থাকবে। ’

‘কার্বন নিঃসরণ সবচেয়ে কম রাখা হলেও বিশ্বের জনসংখ্যা ও জিডিপি-র ৯০ শতাংশ বিপদের সম্মুখীন হবে। ’

উহান বিশ্ববিদ্যালয়ের গবেষক জিয়াবো ইন ও অক্সফোর্ডের গবেষক লুইস স্লেটার জানিয়েছেন, এভাবে চললে সমাজের জন্য তা বিপজ্জনক হবে। বাস্তুতন্ত্রে প্রভাব পড়বে। অর্থনীতি ধাক্কা খাবে। শেষমেশ একটা সামাজিক অসাম্য তৈরি হবে। গরিবরা আরও গরিব হবেন। গ্রামীণ এলাকাগুলোতে বেশি ক্ষতি হবে।

গবেষক জিয়াবো ইন বলেন, ‘প্রকৃতি যখনই বিপদে পড়বে, তার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে। পানি সংকট ‘কার্বন সিঙ্ক’-এর ক্ষমতা কমাবে। ‘কার্বন সিঙ্ক’ হলো অরণ্য, সমুদ্র বা অন্যান্য প্রাকৃতিক পরিবেশ- যা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিতে পারে।

লুইস স্লেটার জানিয়েছেন, অবিলম্বে পৃথিবীর উষ্ণায়নের জেরে কী কী পারিপার্শ্বিক প্রভাব পড়তে পারে, তা জানা জরুরি।

সূত্র: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।