ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

‘গডফাদার’ ম্যালওয়্যার নিয়ে সতর্ক করল জার্মানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
‘গডফাদার’ ম্যালওয়্যার নিয়ে সতর্ক করল জার্মানি

জার্মানির আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নজর রাখে বাফিন নামে একটি সংস্থা। এটি সোমবার (১০ জানুয়ারি) জানিয়েছে, ‘গডফাদার’ নামের একটি ম্যালওয়্যার বিশ্বের প্রায় ৪০০ ব্যাংক ও ক্রিপ্টোকারেন্সি অ্যাপের ওপর হামলা চালাচ্ছে।

এসবের মধ্যে জার্মানিরও প্রতিষ্ঠানও রয়েছে।

ম্যালওয়্যারটি অ্যাপ ব্যবহারকারীদের অ্যাপের মূল ওয়েবসাইটের বদলে এর মতো করে সাজানো ভুয়া ওয়েবসাইটে নিয়ে যায়।  
ব্যবহারকারীদের কাছে দেখতে সেটা মূল ওয়েবসাইটই মনে হয়। ফলে ব্যবহারকারীরা সেখানে নিশ্চিন্তে তথ্য দিয়ে লগ ইন করতে চান। আর সেই তথ্য সাইবার অপরাধীদের কাছে চলে যায়।

‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন কোড’ পেতে এই ম্যালওয়্যার ‘পুশ নোটিফিকেশনও’ পাঠিয়ে থাকে। ব্যবহারকারীদের ডিভাইসে গডফাদার ম্যালওয়্যার কীভাবে প্রবেশ করছে, সেই বিষয়ে কিছু জানায়নি বাফিন।  

সূত্র: ডয়েচে ভেলে

বাংলাদেশ সময়: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।