ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
আফগানিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলা

আফগানিস্তানের কাবুলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে।  

পুলিশ বলছে, কমপক্ষে পাঁচ বেসামরিক নিহত হয়েছেন।

আরেকটি সূত্র বলছে, ২০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

ইসলামিক স্টেট গ্রুপ, আইএসআইএস-কে হিসেবে পরিচিত সংগঠনটির স্থানীয় একটি শাখা এই হামলার দায় স্বীকার করে নিয়েছে।  

তালিবান বলছে, স্থানীয় সময় বিকেল ৪টার দিকে হামলার এই ঘটনা ঘটে। হামলাকারী মন্ত্রণালয়ের ভেতরে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।   

মন্ত্রণালয়ের বাইরে অপেক্ষারত জামশেদ করিমি নামে এক চালক বলেন, আমি দেখলাম, লোকটি নিজেকে উড়িয়ে দিল।

করিমি এএফপিকে বলেন, তিনি দেখতে পান যে, এক লোক কাঁধে একটি ব্যাগ ও রাইফেল নিয়ে হেঁটে যাচ্ছে। গাড়িটি ছাড়িয়ে লোকটি কিছুদূর যাওয়ার পরই বিস্ফোরণের বিকট শব্দ হয়।
 
আপাতভাবে ওই ভবনের তেমন ক্ষতি হয়নি। তবে কাছে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের জানালার ফলক বিস্ফোরণে উড়ে গেছে।

কাবুলে ইতালিয়ান মানবিক সংস্থা ইমার্জেন্সি এনজিও বলছে, ৪০ জনের বেশি আহত লোক তাদের কাছে এসেছে। হতাহতের সংখ্যা বাড়ছে।  

কাবুল পুলিশ এই হামলাকে কাপুরুষোচিত বলে আখ্যা দিয়ে বিবৃতি দিয়েছে।  

আইএসআইএস-কে টেলিগ্রাম পোস্টে দাবি করেছে,  বিস্ফোরণে অন্তত ২০ জনের প্রাণহানি ঘটছে। কয়েকজন কূটনৈতিক কর্মচারীও নিহত হয়েছেন। এই দাবির যথার্থতা যাচাই করা যায়নি।  

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।