ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

মেরু ভল্লুকের আক্রমণে মা-ছেলের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
মেরু ভল্লুকের আক্রমণে মা-ছেলের মৃত্যু

আলাস্কায় মেরু ভল্লুকের আক্রমণে প্রাণ গেছে মা ও তার এক বছর বয়সী শিশুর। আলাস্কায় এ জন্তুর দেখা মেলে, তবে বরফ ছেড়ে তারা লোকালয়ে সচরাচর আসে না।

ফলে এ আক্রমণ বিরল বলেই মনে করা হচ্ছে।

আলাস্কার ওয়েলস শহরে মঙ্গলবার (১৭ জানুয়ারি) এ ঘটনা ঘটে। খবর: আল জাজিরা

জানা গেছে, লোকালয়ে আচমকা ঢুকে পড়ে বড় একটি মেরু ভল্লুক। রাস্তায় সবার দিকে তেড়ে যাচ্ছিল এটি। হিংস্র জন্তুকে দেখে প্রাণভয়ে ছুটে পালাচ্ছিলেন বাসিন্দারা। এলাকায় রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায়। পরে স্থানীয় একটি স্কুলের সামনে এক মা ও তার শিশু ছেলেকে একা পেয়ে হামলা করে ভল্লুকটি। আক্রমণে দু’জনেরই মৃত্যু হয়েছে।

ঘটনার পর তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহতরা হলেন- সামার মায়োমিক ও তার ছেলে ক্লাইড অঙ্গটোয়াসরুক।

আলাস্কায় মেরু ভল্লুকের এ হামলাকে গত ৩০ বছরের মধ্যে প্রথম বলা হচ্ছে। এর আগে সেখানে ১৯৯০ সালে মেরু ভল্লুকের হানায় মৃত্যু হয়েছিল। আলাস্কার যে এলাকায় মঙ্গলবার মেরু ভল্লুকটি তাণ্ডব চালায়, সেখানে ১৫০ মানুষের বসবাস। উত্তর আমেরিকার একেবারে উত্তর প্রান্তের এ অংশে লোকবসতি একেবারেই কম।

এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, বিশ্ব উষ্ণায়নের কারণে মেরু ভাল্লুক লোকালয়ে ঢুকে পড়ছে। সাধারণত তারা বরফের মাঝে থাকে। কমবয়সী পুরুষ ভল্লুকগুলো মানুষকে আক্রমণ করে থাকে। তবে তা বেশ বিরল। খাবার না পেয়ে ভল্লুকটি লোকালয়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।