ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

১৮ দিনের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভ আছে পাকিস্তানে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
১৮ দিনের আমদানি ব্যয় মেটানোর রিজার্ভ আছে পাকিস্তানে

পাকিস্তানে গেল বৃহস্পতিবার রুপির মান সব সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নামে। রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে ভুগতে থাকা দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তিন মিলিয়ন ডলারের কাছাকাছি পর্যায়ে নেমেছে।

 
 
পাকিস্তানের রাষ্ট্রীয় ব্যাংক (সেন্ট্রাল ব্যাংক অব পাকিস্তানের) তথ্য বলছে, ২৭ জানুয়ারি রিজার্ভ ১৬ শতাংশ কমে ৩ দশমিক ০৯ বিলিয়ন ডলারের দাঁড়িয়েছে। এই দিয়ে তিন সপ্তাহের আমদানি ব্যয় মেটানো যাবে।  

স্থানীয় বিনিয়োগ কোম্পানি আরিফ হাবিব লিমিটেড বলছে, ২০১৪ সালের ফেব্রুয়ারির পর রিজার্ভের পরিমাণ এবারই এত নিচে নামল। এই অর্থ দিয়ে মাত্র ১৮ দিনের আমদানি খরচ মেটানো যাবে। এত কম দিনের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ ১৯৯৮ সালের পর আর দেখা যায়নি।

বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছে রিজার্ভ রয়েছে ৫ দশমিক ৬৫ বিলিয়ন ডলার। এসবিপি বলছে, দেশটির মোট ডলার মজুদের পরিমাণ এখন মাত্র ৮ দশমিক ৭৪ বিলিয়ন ডলার 

আরিফ হাবিব লিমিটেদের গবেষণা প্রধান তাহির আব্বাস রয়টার্সকে বলেন, সংকট এড়াতে দেশে ডলারের নতুন প্রবাহ জরুরি। পাশাপাশি আইএমএফের প্রোগ্রাম যত দ্রুত সম্ভব পুনরায় চালু করা জরুরি।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, আমাদের অর্থনৈতিক চ্যালেঞ্জ এই মুহূর্তে অকল্পনীয়। যেসব শর্ত আমাদের (আইএমএফের পর্যালোচনা সম্পন্ন করার জন্য) পূরণ করতে হবে, তা কল্পনার বাইরে।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।