ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বেলুনটি চীনেরই, ‘পথ ভুলে’ যুক্তরাষ্ট্রে গেছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
বেলুনটি চীনেরই, ‘পথ ভুলে’ যুক্তরাষ্ট্রে গেছে

নজরদারি চালানোর অভিযোগ ওঠা যুক্তরাষ্ট্রের আকাশে ভাসতে থাকা সেই বেলুনটি নিজেদের বলে স্বীকার করে নিয়েছে চীন। বেলুনটি বেসামরিক একটি এয়ারশিপ- এমন দাবি করে চীন বলছে, এটি পরিকল্পিত পথচ্যুত হয়ে গেছে।

বিবিসি।  

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বলেন, তাদের বিশ্বাস এটি বেশি-উচ্চতার একটি নজরদারি ডিভাইস। গত কয়েকদিন ধরে বেলুনটিকে আকাশে উড়তে দেখা যাচ্ছে।

চীনে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, আবহাওয়া সংক্রান্ত কাজে বেলুনটি ব্যবহার করা হয়। যুক্তরাষ্ট্রের আকাশে বেলুনটির অনিচ্ছাকৃত প্রবেশে চীন অনুতপ্ত।  

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানান, বেলুনটি আলাস্কার আলেউতিয়ান দ্বীপ ও কানাডার মধ্য দিয়ে উড়ে এসেছে। বুধবার মন্টানার বিলিংস শহরের উপরে এটিকে উড়তে দেখা যায়।
 
মন্টানায় যুক্তরাষ্ট্রের বেশ কিছু পারমাণবিক ক্ষেপণাস্ত্র রাখা হয়েছে।  

যুক্তরাষ্ট্র বেলুনটিকে ধ্বংস না করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ এর ছাইয়ের সঙ্গে বিপজ্জনক কিছু থাকতে পারে।  

কর্মকর্তাদের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, বেলুনটির আকার প্রায় তিনটি বড় বাসের সমান।  

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।