ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে সিরিয়ায় মৃত্যু শতাধিক

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
ভূমিকম্পে সিরিয়ায় মৃত্যু শতাধিক

সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব তুরস্কের গাজিয়ানটেপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৮।

স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টা ১৭ মিনিটে গাজিয়ানটেপ শহরের কাছে ১৭.৯ কিলোমিটার গভীরতায় এটি আঘাত হানে।

এদিকে ভূমিকম্পে সিরিয়া সরকার নিয়ন্ত্রিত অংশে ১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে।

এক বিবৃতিতে সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে- আলেপ্পো, লাতাকিয়া, হামা এবং টারতুস প্রদেশে ১১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ৫১৬ জন।

এর ভূমিকম্পে উত্তর-পশ্চিম সিরিয়ার পরিস্থিতিকে ‘বিপর্যয়কর’ বলে বর্ণনা করছে সেখানকার সিভিল ডিফেন্স।

সিরিয়ান সিভিল ডিফেন্স বলছে, ভূমিকম্পে পুরো ভবন ধসে পড়েছে। অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে।

কর্তৃপক্ষের তরফ থেকে বাসিন্দাদের ঘর থেকে বের হয়ে খোলা জায়গায় জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।