ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ইউরোপীয় নেতাদের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস ইউরোপীয় নেতাদের

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় বহু মানুষ হতাহত হয়েছেন। সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন ইউরোপের বিভিন্ন দেশের নেতারা। এর বাইরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও সহায়তার আশ্বাস দিয়েছে।  

ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট ঘোষণা দিয়েছেন যে, দেশটির অনুসন্ধান ও উদ্ধার দল তুরস্ক ও সিরিয়ায় যাচ্ছে। এক টুইটে তিনি তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের প্রতি সমবেদনা জানিয়েছেন।  

গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস বলেন, গ্রিস বিভিন্ন সামগ্রী দিয়ে দ্রুত ওই এলাকায় সহায়তা কার্যক্রম চালাবে।

সাইবেরিয়া ও সুইডেনও ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছে।  

সহায়তা সামগ্রী পাঠাতে প্রস্তুত ইসরায়েল

ইসরায়েল বলছে তারা তুরস্কে সহায়তা পাঠাতে প্রস্তুত। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন বলেন, দ্রুত সাহায্য পাঠানোর কার্যক্রম নেওয়া হচ্ছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জোয়াভ গালান্ত বলেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সহায়তার জন্য প্রস্তুত।

সহায়তায় বাইডেনের নির্দেশ

যুক্তরাষ্ট্র এই দুর্যোগের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। দেশটির জাতীয় নিরাপত্তা পরিদর্শক জ্যাক সুলিভান এই কথা বলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির জাতীয় উন্নয়ন এজেন্সিকে নির্দেশ দিয়েছেন, কীভাবে সাহায্য করা যায় তা মূল্যায়ন করতে।  

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।