ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

হাতায় প্রদেশে ধ্বংসাবশেষ অপসারণ শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
হাতায় প্রদেশে ধ্বংসাবশেষ অপসারণ শুরু

তুরস্কের হাতায় প্রদেশের একটি শহুরে এলাকা থেকে ভূমিকম্পের ধ্বংসাবশেষ অপসারণ শুরু হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

একটি ড্রোন ফুটেজে দেখা গেছে, জীবিতদের খুঁজে বের করার অভিযান শেষ হওয়ার পথে।

এতে দেখা গেছে, আনতাকিয়া শহরের কাছে বেশ কয়েকটি বড় হাইড্রোলিক এক্সকাভেটর রয়েছে। সেগুলো দিয়ে ধ্বংসস্তূপ থেকে কংক্রিটের স্ল্যাবগুলো নিচে নামানো হচ্ছে। স্ল্যাব পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ধ্বংসস্তূপ থেকে ধুলোর মেঘ উঠছে।

স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পে তুরস্কের বেশ কয়েকটি শহর এখন ধ্বংসস্তূপের নিচে। উদ্ধারকর্মীরা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। একের পর এক উদ্ধার করছেন মরদেহ। তবে নতুন কাউকে জীবিত পাওয়ার আশাও ফিকে হয়ে যাচ্ছে।

ভারী মাত্রার দুটি ভূমিকম্পের (একটি ৭ দশমিক ৮; অপরটি ৭ দশমিক ৬) আঘাতে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত ৩১ হাজার ৬৪৩ জনের মরদেহ উদ্ধার হয়েছে। আহতের সংখ্যা লাখে পৌঁছেছে।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ