ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পাগলা কুকুরকে পিটিয়ে হত্যা, থানায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
পাগলা কুকুরকে পিটিয়ে হত্যা, থানায় মামলা

ভারতের জয়পুরে এক পাগলা কুকুরকে পিটিয়ে হত্যার দায়ে তিন অজ্ঞাতের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার কর্মকর্তারা এই তথ্য জানান।

সোধালা অঞ্চলের সুশীলপুরা এলাকার ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ঘটনাস্থলের এলাকার এক বাসিন্দা সোধালা পুলিশ স্টেশনে মামলাটি দায়ের করেন।  

জানা গেছে, গত কয়েকদিন ধরে কুকুরটি আশপাশের লোকজনকে কামড়াচ্ছিল।  

সোধালা পুলিশ স্টেশনের কর্মকর্তা সাতপাল সিং বলেন, ইন্ডিয়ান পেনাল কোডের (আইপিসি) ৪২৯ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।  

তিনি বলেন, সুশীলপুরার এক বাসিন্দা অভিযোগ করেন যে, কয়েকজন তরুণ পথের কুকুরকে পিটিয়ে হত্যা করেছেন। স্থানীয়রা বলেন, কুকুরটি পাগল হয়ে গিয়েছিল। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।  

অভিযুক্ত তরুণদের শনাক্তে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।  

গেল নভেম্বরে দিল্লির নিউ ফ্রেন্ডস কলোনি এলাকায় এক গর্ভবতী কুকুরকে একদল লোক পিটিয়ে হত্যা করে বলে জানায় পুলিশ।  

 বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ