ঢাকা, শুক্রবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১১ অক্টোবর ২০২৪, ০৭ রবিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইসরায়েলি বাহিনীর হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
ইসরায়েলি বাহিনীর হামলায় ১০ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানে অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই অভিযানে আহত হয়েছেন শতাধিক।

ফিলিস্তিনের কর্মকর্তা এমনটি বলেছেন। খবর সিএনএন।  

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, বুধবারের অভিযানে তিন সন্দেহভাজনকে লক্ষ্য করা হয়েছিল, যারা নিকট ভবিষ্যতে হামলার পরিকল্পনা করছিল।  

তিনজনকে প্রশমিত করা হয়েছ বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও ইসরায়েলের নিরাপত্তা সংস্থা এক যৌথ বিবৃতিতে জানিয়েছে।
 
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরের নাবলুসে ঢুকে পড়ে এবং অভিযান চালায়।

জঙ্গি গোষ্ঠী ইসলামিক জিহাদ বলেছে, তাদের দুইজন কমান্ডার ইসরায়েলি সৈন্যদের হাতে নিহত হয়ছে।  

জঙ্গি গোষ্ঠী লায়ন'স ডেন নিশ্চিত করেছে যে, এর সদস্যরাও গোলাগুলিতে ছিল। কিন্ত কেউ হতাহত হয়েছে কি না, তা নিশ্চিত করেনি।  

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকা থেকে দেখা গেছে, আইডিএফের সন্দেহে থাকা ওই তিন জঙ্গি নিহত ১০ জনের মধ্যে রয়েছে। নিহতদের মধ্যে ছয়জনের বয়স ২০ এর কোটায়। একজনের বয়স ১৬, আরেকজনের বয়স ছিল ৩৩। আর দুজনের বয়স যথাক্রমে ৬১ ও ৭২। নিহতরা সবাই পুরুষ।  

ইসরায়েলি কর্তৃপক্ষ বলছে, সন্দেহভাজনরা সৈন্যদের দিকে ককটেলসহ বিস্ফোরক ডিভাইস নিক্ষেপ করছিলেন।

এই অভিযানে নিহত ১০ জনসহ ইসরায়েলি বাহিনীর হাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৬১-তে দাঁড়াল।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।