ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

পুতিনকে তার ঘনিষ্ঠরাই খুন করবে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৭, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
পুতিনকে তার ঘনিষ্ঠরাই খুন করবে: জেলেনস্কি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তার কাছের লোকজনই হত্যা করবে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মন্তব্য করেছেন।  

জেলেনস্কির এই মন্তব্য ইউক্রেনীয় একটি তথ্যচিত্রের।

নিউজউইক এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে। প্রতিবেদনটির শিরোনাম- ইয়ার।  

ইউক্রেনের রাশিয়ার হামলার এক বছর পূর্তিতে শুক্রবার তথ্যচিত্রটি মুক্তি পায়। জেলেনস্কি বলেন, রাশিয়ার প্রেসিডেন্টের নেতৃত্বে ভাঙনের সময় আসবে। ঘনিষ্ঠরাই তার বিরুদ্ধে কাজ করতে উদ্বুদ্ধ হবে।   

তিনি বলেন, এমন এক মুহূর্ত আসবে, যখন রাশিয়ায় পুতিনের শাসনের ভেঙে যাওয়া অনুভূত হবে। শিকারি শিকারিকে গ্রাস করবে। তারা একজন খুনিকে খুন করার কারণ খুঁজে পাবে। তারা স্মরণ করতে পারবে। এটি কাজ করবে? হ্যাঁ। কখন? আমি জানি না।  
 
জেলেনস্কির এই মন্তব্য এমন সময় এলো, যখন পুতিনের ঘনিষ্ঠদের হতাশা নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। ওয়াশিংটন পোস্ট সম্প্রতি বলেছে, যুদ্ধক্ষেত্রে থেকে সৈন্যদের অভিযোগ ও কান্নার ভিডিও আসার পর থেকে রাশিয়ার প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্ররা তার ওপর হতাশ হয়ে পড়ছে।

রোববার জেলেনস্কি বলেন, ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের নিয়ন্ত্রণ ফিরে আসা এই যুদ্ধ শেষের একটি অংশ হবে। তিনি বলেন, এসব আমাদের ভূমি, আমাদের জনগণ, আমাদের ইতিহাস। ইউক্রেনের প্রতিটি কোণায় ইউক্রেনের পতাকা ফিরিয়ে আনব।  

পুতিনকে নিয়ে জেলেনস্কির মন্তব্যে রাশিয়া এখনও কোনো প্রতিক্রিয়া জানায়নি।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ