ঢাকা, সোমবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে সরকারি ফোনে টিকটক নিষিদ্ধ করায় চীন ক্ষুব্ধ 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
যুক্তরাষ্ট্রে সরকারি ফোনে টিকটক নিষিদ্ধ করায় চীন ক্ষুব্ধ 

যুক্তরাষ্ট্রে সব ধরনের সরকারি ফোন থেকে টিকটক ডিলিট করার জন্য সরকারের সব চাকুরিজীবীকে নির্দেশ দেওয়ার পর চীন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছে। খবর বিবিসি।

 

নিরাপত্তার কথা উল্লেখ করে সোমবার হোয়াইট হাউজের দেওয়া এই নির্দেশে কেন্দ্রীয় সরকারের দেওয়া সব ধরনের ডিভাইস থেকে চীনা মালিকানাধীন এই অ্যাপটি আন-ইনস্টল করার জন্য ৩০ দিন সময় দেওয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং কানাডাও সরকারি ডিভাইসে টিকটককে নিষিদ্ধ করেছে।

ওয়াশিংটনের এই সিদ্ধান্তের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছেন, বিদেশি প্রতিষ্ঠানকে দমন করার জন্য তারা রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করছে।

মঙ্গলবার চীনা মুখপাত্র মাও নিং সাংবাদিকদের বলেন, আমরা এই ভুল সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করি। যুক্তরাষ্ট্র সরকারের উচিত, বাজার অর্থনীতি ও ন্যায্য প্রতিযোগিতার নীতিমালাকে সম্মান করা, কোম্পানি দমন বন্ধ করা এবং বিদেশি কোম্পানিগুলো যাতে যুক্তরাষ্ট্রে মুক্ত, ন্যায্য ও বৈষম্যহীনভাবে প্রতিযোগিতা করতে পারে, সেজন্য পরিবেশ তৈরি করা।

তিনি বলেন, তরুণ তরুণীদের কাছে জনপ্রিয় টিকটকের মতো একটি অ্যাপকে ভয় পাওয়ার ঘটনা থেকে বোঝা যায় যুক্তরাষ্ট্রের মতো সুপারপাওয়ার একটি দেশ নিজেদের ব্যাপারে কতোটা অনিশ্চিত থাকতে পারে।

টিকটকের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে যে এই অ্যাপটি তার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে সেসব তথ্য চীন সরকারের হাতে তুলে দেয়। এই অভিযোগ অস্বীকার করেছে টিকটক।

ভিডিও শেয়ার করার জনপ্রিয় অ্যাপ টিকটকের মালিক চীনা প্রতিষ্ঠান- বাইটড্যান্স। পশ্চিমা কর্মকর্তারা সাম্প্রতিককালে এই অ্যাপটির বিষয়ে ক্রমশই উদ্বিগ্ন হয়ে পড়ছেন।

টিকটকের বিরুদ্ধে অভিযোগ ওঠেছে যে, এই অ্যাপটি তার ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করে সেসব তথ্য চীন সরকারের হাতে তুলে দেয়।

কিছু কিছু গোয়েন্দা সংস্থার উদ্বেগ, অ্যাপটি সরকারি ডিভাইসে ডাউনলোড করার কারণে স্পর্শকাতর তথ্য অন্যের হাতে চলে যেতে পারে।

এসব অভিযোগ অস্বীকার করে টিকটক বলছে যে তারা এই অ্যাপ ব্যবহারকারীদের তথ্য কখনোই অন্য কাউকে দেয় না। টিকটক বলছে, ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা রক্ষার ব্যাপারে তারা অন্যান্য সোশাল মিডিয়া কোম্পানির মতো একইভাবে কাজ করে।

সোমবার যুক্তরাষ্ট্রের অফিস অব ম্যানেজমেন্ট ও বাজেটের পরিচালক শালান্ডা ইয়ং সরকারি সংস্থাগুলোকে গোপনীয় তথ্য রক্ষা করার জন্য রাষ্ট্রের দেওয়া সব ফোন থেকে টিকটক অ্যাপ ডিলিট করতে বলেছেন।

সংস্থাটি বলছে, অ্যাপটির কারণে সরকারের স্পর্শকাতর তথ্য যে ধরনের হুমকির মুখে পড়েছে, তা মোকাবিলায় এই সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

মার্কিন প্রেসিডেন্টের অফিস ও বাসভবন হোয়াইট হাউজ, প্রতিরক্ষা দপ্তর, জাতীয় নিরাপত্তা সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি এন্ড স্টেটসহ সরকারের কিছু কিছু অফিস ইতোমধ্যে তাদের সব ধরনের ডিভাইসে টিকটক অ্যাপটিকে নিষিদ্ধ করেছে।

কেন্দ্রীয় সরকারের প্রধান তথ্য নিরাপত্তা কর্মকর্তা ক্রিস ডিরুশা বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন যে “ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের জনগণের নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ এই সিদ্ধান্তে তা-ই প্রতিফলিত হয়েছে।

এর আগে ইউরোপিয়ান কমিশনও তাদের ফোন ও ডিভাইসে টিকটক নিষিদ্ধ করে।

গত বছরের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে রাষ্ট্রীয়-মালিকানাধীন সব ধরনের ফোনে টিকটক অ্যাপের ব্যবহার নিষিদ্ধ করে একটি আইন পাস হয় এবং এ বিষয়ে সরকারি সংস্থাগুলোকে নির্দেশ দেওয়ার জন্য হোয়াইট হাউজকে ৬০ দিন সময় দেওয়া হয়েছিল।

ধারণা করা হচ্ছে, মার্কিন কংগ্রেসে এখন আরও একটি আইন পাস হবে যাতে জাতীয়ভাবে টিকটক অ্যাপ নিষিদ্ধ করার জন্য প্রেসিডেন্ট বাইডেনকে ক্ষমতা দেওয়া হবে।

কানাডাতেও সরকারের সব ধরনের ডিভাইসে এই অ্যাপটিকে নিষিদ্ধ করা হয়েছে। এই নিষেধাজ্ঞা আজ মঙ্গলবার থেকে কার্যকর হবে।

গত সপ্তাহে ইউরোপিয়ান কমিশন এবং ইউরোপিয়ান পরিষদ তার কর্মকর্তা ও কর্মচারীদেরকে তাদের ফোন এবং প্রতিষ্ঠানের সকল ডিভাইস থেকে টিকটক অ্যাপ ডিলিট করার নির্দেশ দেয়।

বাংলাদেশ সময়: 2২০১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।