ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে ব্লিনকেন-ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার বৈঠকে ব্লিনকেন-ল্যাভরভ

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ দ্বিপাক্ষিক বৈঠক করেছেন।

ভারতের রাজধানী নয়াদিল্লিতে চলমান জোট গ্রুপ অব টোয়েন্টির (জি-২০) সম্মেলনের বিরতিতে তারা এই সংক্ষিপ্ত বৈঠক করেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এটি তাদের প্রথম বৈঠক। এর আগে ২০২২ সালের জানুয়ারিতে জেনেভায় সাক্ষাৎ করেছিলেন অ্যান্টনি ব্লিঙ্কেন ও সের্গেই ল্যাভরভ।

বৈঠকে অ্যান্টনি ব্লিঙ্কেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে ইউক্রেনের বিরুদ্ধে ‘এই আগ্রাসন যুদ্ধের অবসান’ করতে বলেছেন।

ব্লিঙ্কেন রাশিয়ায় আটক আমেরিকান পল হুইলানের বিষয়টিও উত্থাপন করেছিলেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, দিল্লিতে আলোচনা ১০ মিনিটেরও কম সময় ধরে চলেছিল।

বৈঠক শেষে দেওয়া এক ব্রিফিংয়ে ব্লিঙ্কেন বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রীকে (সের্গেই ল্যাভরভ) বলেছিলাম যে, ‘এই আগ্রাসনের যুদ্ধের অবসান ঘটান। অর্থপূর্ণ কূটনীতিতে নিযুক্ত হোন, যা ন্যায়সঙ্গত হতে পারে। ’

এসময় তিনি রাশিয়াকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিতে পুনরায় যোগদানের আহ্বান জানিয়েছেন।

এদিকে দুই মন্ত্রীর বৈঠকে বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা। তবে বৈঠকে কী কী নিয়ে আলোচনা হয়ে, সে বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ