ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফিনবোল্ডের প্রতিবেদন

টিকে থাকতে সোনা-রুপায় বিনিয়োগ করুন: কিওসাকি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
টিকে থাকতে সোনা-রুপায় বিনিয়োগ করুন: কিওসাকি

বিশ্ব অর্থনীতি খাদের কিনারায়, এ অবস্থায় টিকে থাকতে সোনা-রুপা ও বিটকয়েনে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ অর্থনীতিবিদ ও বিনিয়োগকারী রোবার্ট কিওসাকি।  

বিশ্ব অর্থনীতি নিয়ে ধূসর পূর্বাভাস দিয়ে গত ১ মার্চ এক টুইট বার্তায় তিনি বলেন, ‘সম্ভাব্য অর্থনৈতিক পতন ব্যাংক ও সঞ্চয়কে ক্ষতিগ্রস্ত করতে পারে।

তাই বিনিয়োগকারীদের একটি পতনের জন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। ’

আমেরিকান উদ্যোক্তা, ব্যবসায়ী ও লেখক রোবার্ট কিওসাকি এ পর্যন্ত ২৬টি বই লিখেছেন। তার মধ্যে ব্যক্তিগত অর্থনীতি নিয়ে বিশ্বের সর্বাধিক বিক্রিত বই ‘রিচ ড্যাড পুওর ড্যাড’ বইয়ের লেখক তিনি। এই বইটি বিশ্বের ৫১টি ভাষায় অনুবাদ হয়েছে এবং ৪১ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।

ব্যাংক খাতের এই পতনে সমাধান কী হতে পারে, তা খুঁজছেন অর্থনীতিবিদরা। ফিনবোল্ডের প্রতিবেদন অনুযায়ী ব্যাংক অব ইংল্যান্ডের (বিওই) ডেপুটি গভর্নর জন কানলিফ পরামর্শ দিয়েছেন-সম্ভাব্য পতন থেকে ব্যাংক খাতকে ডিজিটাল পাউন্ড হয়তো রক্ষা করতে পারবে।

বিশ্ব অর্থনীতি যখন ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্য দিয়ে যাচ্ছে তখন কিওসাকি বলছেন, ‘একটি ভয়ানক পতন আসছে। এ অবস্থায় আর্থিক সংকটে টিকে থাকার জন্য সোনা ও বিটকয়েনে বিনিয়োগ করতে হবে। ’

এর আগে কিওসাকি উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, ‘মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি যুক্তরাষ্ট্রের জনসংখ্যার ৫০ শতাংশকে নিশ্চিহ্ন করে দিতে পারে। এমনকি শেয়ারবাজার ধসে অবসর পরিকল্পনা ও পেনশন ভাতা প্রদানও চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। ’

সাম্প্রতিক ফিনবোল্ডের এক প্রতিবেদনে কিওসাকি আরও সতর্ক করে দিয়ে বলেন, ‘ক্ষুধার কারণে মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। এ কারণে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে। এজন্য প্রস্তুতি নেওয়া প্রয়োজন। ’

সম্ভাব্য অর্থনৈতিক সংকট নিয়ে এই রচয়িতা ফেডারেল রিজার্ভকে দোষারোপ করেছেন। তার মতে, প্রতিষ্ঠানটি ‘জাল অর্থ’ প্রিন্ট করছে। এ অবস্থায় বড় ধরনের একটি বিপর্যয়ের বিষয়ে তিনি সতর্ক করেন।

গত জানুয়ারি মাসে এই বিখ্যাত বিনিয়োগকারী বিশ্বে সম্ভাব্য একটি মন্দার বিষয়ে সতর্ক করে বলেছিলেন, ‘ক্রমবর্ধমান বেকারত্ব, দেউলিয়া ও আশ্রয়হীন হওয়ার কারণে যা হতে পারে। ’

বিশ্ব অর্থনীতির ধূসর পরিস্থিতির কারণে কিওসাকি সোনা ও রুপার পাশাপাশি বিটকয়েনে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। তার মতে, বাজারে যেকোনো মন্দার বিপরীতে সোনা-রুপা ও বিটকয়েন রক্ষা করতে পারবে।  

তিনি বলেন, ‘পৃথিবীর বুকে অন্যতম  তিনটি বিষয় হচ্ছে সোনা-রুপা এবং বিটকয়েন। ’ তিনি বিটকয়েনকে জনগণের অর্থ হিসেবে অভিহিত করে বলেন, ‘এ বছর বাজার খারাপ থাকলেও বিকল্প বিনিয়োগ পণ্য হিসেবে এর চাহিদা বাড়বে। ’

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।