ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানের উত্তরাঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা : নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪০ ঘণ্টা, জুন ২৭, ২০১০

কাবুল: আফগানিস্তানের উত্তরাঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় গতকাল শনিবার আট জন নিহত হয়েছেন। আফগান সরকার এবং ন্যাটো কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

চালকহীন একটি জঙ্গিবিমান থেকে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে একজন স্থানীয় তালেবান কমান্ডার ছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ন্যাটো এক বিবৃতিতে জানিয়েছে, কুন্দুজ প্রদেশের চাহার দারাহ জেলার নির্জন একটি এলাকায় বৈঠক করার সময় জঙ্গিদের উপর এ হামলা চালানো হয়।

উল্লেখ্য, চলতি জুন মাসে আফগানিস্তানে কমপক্ষে ৯১ জন বিদেশী সেনা নিহত হয়েছেন। এর মধ্যে ৫৪ জনই মার্কিন সেনা।

বাংলাদেশ সময়: ১৪০৮ঘন্টা, ২৭জুন, ২০১০
এসআইএস/ডিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।