ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
জার্মানিতে গির্জায় বন্দুক হামলায় নিহত ৭

জার্মানির উত্তরাঞ্চলীয় শহর হামবুর্গের একটি গির্জায় বন্দুক হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

পুলিশ ও জরুরি পরিষেবা সংস্থার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রোস বরস্টে জেলার ডিয়েবুগা নামের সড়কের একটি গির্জায় বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছেন।

তবে এই হামলার কারণ সম্পর্কে এখনও স্পষ্ট কিছুই জানাতে পারেনি পুলিশ।

হামলার পরপরই এক মুখপাত্র বলেছেন, ‘আমাদের কাছে কোনো অপরাধীর পালিয়ে যাওয়ার ইঙ্গিত নেই’।

পুলিশ বলেছে, ‘ঘটনাস্থলে এমন এক নিহত ব্যক্তির খোঁজ পাওয়া গেছে, ধারণা করা হচ্ছে তিনিই এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা, তা জানতে তদন্ত করা হচ্ছে। ’

স্থানীয় সংবাদমাধ্যম বিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, রাত ৯টার পরই গির্জায় এই হামলা শুরু হয়। এ ঘটনায় সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ২৫ জন। তাদের মধ্যে আট অবস্থা আশঙ্কাজনক।

বন্দুক হামলার খবরে হামবুর্গ পুলিশ জানিয়েছে, শহরের গ্রোস বরস্টে জেলায় পুলিশি অভিযান চলছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি সড়ক। সাধারণ নাগরিককে ওইসব সড়ক এড়িয়ে যেতে বলা হয়েছে এবং তাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, মার্চ ১০, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।