ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ক্রিমিয়ায় বিস্ফোরণ, রুশ ক্ষেপণাস্ত্রের বহর ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৯ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
ক্রিমিয়ায় বিস্ফোরণ, রুশ ক্ষেপণাস্ত্রের বহর ধ্বংস

উত্তর ক্রিমিয়ায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে রেলপথে পরিবহন করা রাশিয়ান ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে ঝানকোই শহরের রাশিয়া নিযুক্ত কর্মকর্তা বলেছেন, সেখানে ড্রোন হামলা চালানো হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, ক্রিমিয়া বিস্ফোরণের ঘোষণা দিয়েছে ইউক্রেন। তবে বরাবরের মতো দেশটি স্পষ্টভাবে বলেনি যে, এই হামলাটি তারাই করেছেন। যদি তারা হামলা করে থাকে, তাহলে এটি হবে ক্রিমিয়ায় ইউক্রেনের একটি বিরল অভিযান।

২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে উপদ্বীপটি দখল করে নেয় রাশিয়া।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘[বিস্ফোরণ] রাশিয়াকে নিরস্ত্রীকরণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে এবং ইউক্রেনীয় ক্রিমিয়াকে দখলমুক্ত করার প্রক্রিয়া আরও এগিয়ে দিয়েছে। ’

কিয়েভ বলছে, বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়া ক্ষেপণাস্ত্রগুলো রাশিয়ার ব্ল্যাক সি নৌবহরে ব্যবহারের জন্য নেওয়া হচ্ছিল।

রাশিয়া নিযুক্ত কর্মকর্তা ইহোর আইভিন বলেছেন, এই ড্রোন হামলায় ৩৩ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে তিনি কোনো সামরিক লক্ষ্যবস্তু ক্ষতিগ্রস্ত হওয়ার কথা উল্লেখ করেননি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আইভিন আরও বলেছেন, হামলায় বেশ কয়েকটি ভবনে আগুন লেগেছে। এছাড়া পাওয়ার গ্রিড ক্ষতিগ্রস্ত হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।