ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

রিও ডি জেনেইরোয় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
রিও ডি জেনেইরোয় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত ১৩

এক অপরাধী দলের প্রধানকে গ্রেফতারের সময় ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর কাছে পুলিশের অভিযানের সময় সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছে।

রিও ডি জেনেইরোর উত্তরপূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলোর খবরে বলা হয়, লিওনার্দো কোস্তা আরাউজো নামে ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারার মাদকচক্রের নেতাকে গ্রেফতার অভিযান চালায় পুলিশ। তিনি সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে সেখানে অভিযানটি পরিচালিত হয়। এ সময় সংঘর্ষে ১৩ জন নিহত হন। তাদের প্রায় সবাই সন্দেহভাজন অপরাধী।

সংঘর্ষে নিহত হয়েছেন মাদক চক্রের নেতা লিওনার্দো কোস্তা আরাউজোও। তার বিরুদ্ধে পারার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুতে জাড়িত থাকার অভিযোগও রয়েছে। বৃহস্পতিবার তাকে গ্রেফতারে হেলিকপ্টার ও সাঁজোয়া যানও ব্যবহার করে ব্রাজিলের পুলিশ।

পুলিশ জানিয়েছে, অপরাধের সঙ্গে জড়িত নন পারা এমন তিন বাসিন্দা গুলিতে আহত হয়েছেন।

রিও ডি জেনেইরো রাজ্যের গভর্নর ক্লাউজো কাস্ত্রো বলেছেন, ভিন্ন রাজ্য থেকে আসা দস্যুদের আস্তানা হিসেবে আমরা রিওকে ব্যবহার হতে দেব না।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।