ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাজা চার্লসের সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, রাজা চার্লসের সফর বাতিল

রাজা তৃতীয় চার্লসের ফ্রান্স সফর স্থগিত করা হয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর অনুরোধের পর তা স্থগিত করা হয় বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট।

এলিসি প্যালেস বলছে, যৌথভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর বিবিসি।

প্যারিস ও বর্ডিয়াক্সে এই সফর রোববার শুরু হওয়ার কথা ছিল। কিন্ত ফ্রান্স গেল বৃহস্পতিবার ভয়াবহ সহিংসতার সাক্ষী হয়েছে। গেল জানুয়ারি থেকে ফ্রান্সে পেনশন সংস্কার বিল নিয়ে বিক্ষোভ চলছে।  

বাকিংহাম প্যালেস বলেছে, ফ্রান্সের পরিস্থিতির কারণেই এই সফর আপাতত স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়েছে, রাজা শিগগিরই ফ্রান্সে যাওয়ার সুযোগ খুঁজবেন।  

যুক্তরাজ্য সরকার বলেছে, ফ্রান্সের প্রেসিডেন্ট ব্রিটিশ সরকারের কাছে সফটি পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। উভয় পক্ষের সম্মতিতে এটি পেছানো হয়েছে।  

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ শুক্রবার সকালে রাজার সঙ্গে কথা বলেন বলে জানিয়েছে এলিসি প্যালেস। এলিসি প্যালেস আরও জানিয়েছে, শিগগিরই এই সফরের দিনক্ষণ পুনঃনির্ধারণ করা হবে।

সফর বাতিলের এই সিদ্ধান্তের জন্য ফ্রান্স ও প্রেসিডেন্ট ম্যাক্রোঁকে অনেক ক্ষতির মধ্যে পড়তে হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
আরএইচ 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।