ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মিসিসিপিতে টর্নেডো: ২৩ জনের প্রাণহানি, আটকা পড়েছে বহু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
মিসিসিপিতে টর্নেডো: ২৩ জনের প্রাণহানি, আটকা পড়েছে বহু

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যে টর্নেডোর ভয়াবহ আঘাতে অন্তত ২৩ জন মারা গেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৪ মার্চ) রাতে মিসিসিপির গ্রামীণ শহরে টর্নেডো আঘাত হানে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, টর্নেডোর আঘাতে অনেক ভবন ধ্বংস হয়েছে। এসব ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকা পড়ে আছে। অনেক গাছ ভেঙে পড়েছে। বিদ্যুতের লাইনও উপড়ে পড়েছে। এতে হাজারো মানুষ অন্ধকারে সময় পার করছে।

অঙ্গরাজ্যের টর্নেডোর পর ভারী বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা এমন টর্নেডো আগে কখনও দেখেননি। পশ্চিম মিসিসিপির রোলিং ফর্ক নামে শহরটি প্রায় ধ্বংস হয়ে গেছে।

বিদ্যুতের লাইনও উপড়ে যাওয়ায় স্থানীয়রা ব্যাপক বিড়ম্বনায় পড়েছেন। তাদের ল্যান্ডফোন বন্ধ এ ছাড়া ইন্টারনেটও নেই।

মিসিসিপির গভর্নর টেট রিভস টুইটারে বলেছেন, অনুসন্ধান ও উদ্ধারকারী দল ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তা দিচ্ছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের আরও কয়েকটি রাজ্যে শক্তিশালী ঝড় আঘাত হানবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।