ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন পারমাণবিক যুদ্ধাস্ত্র সামনে আনল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
নতুন পারমাণবিক যুদ্ধাস্ত্র সামনে আনল উত্তর কোরিয়া

ছোট এক ধরনের পারমাণবিক যুদ্ধাস্ত্র উন্মোচন করল উত্তর কোরিয়া। দেশটি বলছে, এই যুদ্ধাস্ত্র স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রে ভালোভাবে লেগে যাবে।

দীর্ঘদিন ধরেই উত্তর কোরিয়া কৌশলগত অস্ত্র থাকার দাবি করে আসছে। এর দাবি এসব অস্ত্রের দক্ষিণ কোরিয়ায় আঘাত করার সক্ষমতা রয়েছে।  

মঙ্গলবার রাষ্ট্রীয় দৈনিকে সেই যুদ্ধাস্ত্রের ছবি দেখা গেল। এদের ক্ষমতা এখনো যাচাই করা যায়নি। উত্তর কোরিয়া যে পর্যন্ত না এটি পরীক্ষা করছে, সে পর্যন্ত আমাদের অনুমানেই থাকতে হবে।  

যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার নিন্দা জানিয়ে আসছে উত্তর কোরিয়া। এই মহড়ার জবাবে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েই যাচ্ছে।

এর আগে উত্তর কোরিয়া একটি ড্রোনের পরীক্ষা চালায়, যেটি পানির নিচে চলতে সক্ষম এবং লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে।  
 
উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
আরএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।