ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

দুটি পরমাণু বোমা বানানোর মতো যথেষ্ঠ ইউরেনিয়াম আছে ইরানের: সিআইএ প্রধান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, জুন ২৭, ২০১০

ওয়াশিংটন: সিআইএ প্রধান লিওন প্যানেট্টা বলেছেন, তিনি মনে করেন দুটি পরমাণু বোমা বানানোর মতো যথেষ্ঠ ইউরেনিয়াম আছে ইরানের কাছে।

আজ রোববার এবিসি নেটওয়ার্কের ‘দিস উইক’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমরা মনে করি দুটি বোমা বানানোর মতো যথেষ্ঠ নিম্ন-সমৃদ্ধকৃত ইউরেনিয়াম ইরানের রয়েছে।

” তবে এই ইউরেনিয়াম সম্পূর্নভাবে সমৃদ্ধ করে বোমা বানাতে ইরানের আরো এক বছর সময় লাগবে বলে তিনি যোগ করেন।

“বোমা নিক্ষেপ ব্যবস্থা তৈরী করতে ইরানের আরো এক বছর লাগবে”, বলেন লিওন।

বাংলাদেশ স্থানীয় সময়: ২০১৫ ঘন্টা, জুন ২৭, ২০১০
ডিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।